• Padaganj High School & College - Slide
  • Padaganj High School & College - Slide
Mopst. Mehbuba Ferdous, Principal, Principal

মোছা. মেহবুবা ফেরদৌস, অধ্যক্ষ

আমার কথা

অভিনন্দন, প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ী
আসসালামু আলাইকুম/ আদাব ও শুভেচ্ছা
উত্তরজনপদের একটি গুরুত্বপূর্ণ শহর রংপুর। শিক্ষা বিস্তারে প্রয়োজন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়োজন আবাসিক সুবিধা সম্পন্ন পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। সে বিচারে বর্তমানে রংপুর মহানগরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। সরকারী ও স্বায়ত্বশাসিত হাতেগোনা ২/৩টা শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নেই শিক্ষার ন্যুনতম পরিবেশ, পর্যাপ্ত সুযোগ সুবিধা। নেই আধুনিক শিক্ষা উপকরণের সাথে উপযুক্ত শিক্ষক ও শিখন পদ্ধতি। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও উত্তরবঙ্গের মেধাবী সন্তানরা প্রতিযোগীতার চরম বৈতরণী পেরুতে পারছে না। আমরা বিশ্বাস করি উপযুক্ত পরিবেশ, সঠিক শিখন পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের তত্ত্বাবধানে যে কোন অর্থনৈতিক পরিবারের সন্তানকে আগামী বিশ্বের যে কোন প্রতিযোগীতা মোকাবেলা করার উপযুক্ত করে গড়ে তোলা সম্ভব। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বৈশ্বিক চাহিদানুসারে সহশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের সমন্বয়ে শিক্ষা প্রদানের একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়-কে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর।